তোমার চোখে আকাশ দেখবো বলে
চিলে কোঠার ঘর টা সাজিয়ে রেখেছি যত্নে
দো তলার ঘরের দক্ষিণের জানলা টা খোলা ছিল সারা রাত
ভীষণ প্রিয় তোমার ছাদ বাগানের হাস্নাহেনা সুগন্ধ ছড়াচ্ছে বেশ!
সাদা ফুলেরা আজ সাজিয়েছে প্রকৃতি দারূন।
অপরাজিতা?
এই শোন, তুমি কি এখনও ঘুমিয়ে রবে!
রজনী গন্ধা পরাবো বলে খোঁপায়
তুমিই তো চেয়েছো খুব
এখন কেন নীরব নিথর ঘুমিয়ে তুমি চুপ?
অপরাজিতা?
এই দেখো, চিলেকোঠার ঘরটা সাজিয়েছি
গোলাপ রঙের মিশ্রণে ঘরের পর্দা থেকে বিছানার চাদর
ঠিক যেমন টা চেয়েছিলে তুমি!
দেয়ালে দেয়ালে শত রং এর আলপনা
সেও শুধু তোমার জন্যে.....
একবার দেখো আমি আছি দাঁড়িয়ে শিয়রে
ঘুম ভেঙে যদি খুঁজে না পাও সে ভয়ে
এখনো ঘুমিয়ে রবে ????


ছয়এপ্রিলদু'হাজারঊনিশ
অবায়া,গোদাগাড়ি