জীবন পথের যাত্রা আমি করেছি শুরু নতুন করে,
জীবনের নাম চলা বুঝেছি আমি ওরে।
একটু আঘাত পেলে যে জীবন যেত ভেঙ্গে,
শক্ত করে গড়বো তা রামধনুর সাত রঙে।


জীবন মাঝে গড়ব আমি মহত্ত্বের এক ঘর,
ভাঙতে যেন না পারে ঐ কাল-বৈশাখী ঝড়।
চেষ্টায় করবো সফল জীবনের  স্বপ্ন-আশা,
যতন করে হৃদয়ের সিংহাসনে রাখব ভালবাসা।


পৃথিবীর অধিকার থেকে বঞ্চিত যে ভিক্ষুকের দল,
জীবনের বন্যা বেগে তাদের করবো বিচঞ্চল।
জীবন পথের যাত্রা হোক শুরু খুলে দাও দ্বার,
আনব আমি জীবনের এক নতুন উপহার।


১০ ই সেপ্টেম্বর ২০১৫
    আমচত্ত্বর