সে যে ডাকিল রে মোরে রোজ দিবারাতি,
নিশিতে জাগিয়া আমি ঘুমহীন আঁখি৷
কল্পনাতে রোজ দেখি উড়ে যায় পাখি,
প্রেমময়ী স্পর্শ যেন জোঁনাকির বাতি।
সেই রুপ গন্ধ রস খুঁজে ফিরে সাথী
অমৃত বসুধা আজ কাপড়েতে ছাঁকি
নিজরুপে মায়া রুপ মনে ছবি আঁকি
মৃত্যুসাধ মোর আজ আছে শুধু বাকি।


জানি আমি জানি ওগো স্বদেশ মোর
বাসিবে আমারে ভালো কেটে যাবে ঘোর।
বসে পাশে মৃদু হেসে জাগাবে রে প্রেম
পৃথিবী জাগিবে পুণঃ জেগে পাতা ফুল,
ডাকিবে ডাকিবে সদা জাগিবে রে শ্যাম,
আশায় থাকিব আমি ভেঙে শত ভুল।