তুমি এসেছিলে হৃদয় মাঝে ফাল্গুনি গান গেয়ে
পেয়েছিল প্রান শত বেদনারা তোমারে কাছে পেয়ে।
ক্ষুদিত পাষাণ, কাবুলিওয়ালা, জীবন ও মৃত
জন্ম থেকে আলোয় হাটিলে, সুখ দিয়ে গেলে শত।
বিশ্বভুবনে রচিলে তুমি দুঃখ বাতায়নে সুখ গীতি,
তুমি বাধিলে মানবের মাঝে ভালবাসা প্রেমপ্রীতি।
প্রেরণা পেয়ে হাজার কবি তুলিতে এঁকেছে সুখ,
গীতাঞ্জলীর কাব্য দিয়ে গর্বিলে বাংলার মুখ।
মানবতারে তুমি স্বর্গে তুলিয়া, শিখালে বড় নাই,
রাজারে তুমি সদা লাথি দিলে প্রজারে দিলে ঠাই।
বুনো কাঁশ বনে সাগর লুকালো আঁখিতে অঝোর ধারা,
তোমা হতে আজি পেয়েছে শ্রাবন বিশ্ব পাগল পাড়া।
বিধির ঈশারায় কলমের কালি ছড়ালে বিশ্ব ভুবন,
সত্য মিথ্যার বেড়াজালে তুমি দেখালে রঙ্গিন স্বপন।
কালে কালে হেটে মহাকাল ঘেটে যদি পাই গো সাড়া,
তোমারি প্রেমের দখিনা পবন হৃদে দোলে ঈশারায়।
তুমি যে ছিলে মৌচাকে ভরা থই থই রসের স্বাদ,
তোমারি প্রেমে ছুটিল সদা, হে গুরু রবীন্দ্রনাথ।