"সহস্র রাত্রের ধূম্র কুয়াশা আর পাংশু আধার ঠেলি,
মোর জাহাজীরা আসলো বুঝি আজি বন্দরে ফিরি?
কই রে তোরা? বাজা সানাই বাজা রে মাদল-ঢোলক,
আজিকের আকাশের রন্ধ্রে রন্ধ্রে বাজিবে জয় রব।"


"জাহাজীর জয়ে ওরে ও বোকা জয়োৎসব সাজে?
পশ্চাতে শত সহস্র শবদেহরা মৃত্যুপুরীতে কাঁদে।
আমাদেরই ভুলে হারায়ে গেলো কত মানব সন্তান,
সাঁঝের প্রথম শুক তারায় তাহাদের মিলায় সন্ধান।"


উঠেছিল ঝড়, বয়েছিল বাতাস, মোরা অসহায় শিশু,
ডেকেছিলাম ওরে! বাঁচাও মোরে, দুজাহানের যিশু।
কত মুসাফির ডুবে গেল ঐ অতল জলের দেশে,
আমরা কজন ফিরে এলাম এক নিঃস্ব ভিখারি বেশে।


বন্ধ কর জয়ধ্বনি, থামো ওহে সুরের বাদ্যকরী,
শুনেছো তোমরা এই অনাথের করুণ রোনাজারি?
আজ নদী কূলে বসে, তাহাদের দিয়ে যেয়ো সম্মান,
জীবন সূর্য মোদের পায়ে ঠেলে যাহারা দিয়ে গেল প্রান।