যখন স্তব্ধ সন্ধ্যার শোকার্ত বেলা পাখিরা ফিরে নীড়,


কূল হারা কিছু বিদিশার দল অবহেলায় হারায় তীর।


দিন দুনিয়ার খেলা ঘরে  তখন অযথা বাড়ে ভীড়


তপস্যা সেথায় বেশভূষা ধারী নামজাদা কোনো ভন্ডপীর।


.


আজিকে সাঁঝে দূর মসজিদে ভেসে আসে করুন সুর,


সপ্ত দুনিয়ার খোদাতায়ালা তোমায় দেখাইছে তার নূর।


অশান্ত মন আজও মানেনা হারাইতে চায় দূর বহুদূর,


আনমনেই গভীর থেকে মন বলে বাছা একবার তুই ঘুর।


.


আজিকে রাতের শেষ প্রহরে দম ফুরাবে এই অন্তরে,


কি নিয়েছি ঐ আধারে কণ্টকিত পথের তরে?


যা ছিল তা সাথেই করে প্রান পাখিটা যাবে উড়ে,


শেষ দিবসের মঞ্চ গড়ে দেখা হবে ঐ প্রান্তরে।


.


দয়াময় খোদা, হে দয়াময়,দুর্বল মোরা অতি অসহায়,


সঠিক পথের দিশারি তুমি,বলতে নাহি কোনো সংশয়।