আজিকার মেঘ কালো হয়েছে,বাধিছে তিমির মঞ্চ,
দলে দলে তারা জোড়া বাধিয়া, হয়েছে মেঘপুঞ্জ।
বিশাল মেঘে ঢাকিছে আকাশ,জ্বলিছে বিদ্যুৎ আলো।
দূর জানালায় কোন মানবীর তাহা দেখে লাগে ভালো।
কাহার হৃদয়ে ইচ্ছা জাগিছে করিবে বৃষ্টিস্নান,
শীতল পানির ক্ষণিক ঝাপটায় দেহ করিবে ম্লান।
কোন দুরন্তের আশা জাগিল পাড়ি দিবে ভৈরব,
তরীখানা দুলিতে লাগিল মাখিয়া বৃষ্টির সৌরভ।
কেউ ঘরে বসে বাদল দেখিছে, কেউ আকিছে ছবি,
আপনার মনে ছন্দ সাজায়ে কেউ বনিছে ভাব কবি।
তবুও এই ঘনকাল দিনে তাহাকেই মনে পড়ে,
কোন এক গোধূলি বেলায় মন চেয়েছিল যারে।


২৮/৫/১৬