তোমারে আজ দেখি না অনেককাল,
কেমন যেন জীবন রৌদ্র মিলায়ে গিয়ে নেমেছে বিকাল।
সন্ধ্যার ঘরে ফেরা পাখিদের ভিড়ে কতদিন খুঁজিয়াছি তোমায়।
তোমায় খুঁছিয়াজি শিকারের খোঁজে দাঁড়িয়ে থাকা বকের সারিতে।
কালোবিহ্বরে হারিয়ে যাওয়া নক্ষত্রের সমাধিতেও খুঁজিয়াছি।
তারপর আমার সমস্ত না পাওয়া জুড়েই তোমায় পাইয়াছি,
শুধু তোমারে দেখি না অনেককাল।


সঙ্গী হারানো সমূদ্র ঘোড়ার মতো খুঁজিয়াছি অতল জলে,
খুঁজিয়াছি তোমায় শিকারী ঈগলের চোখে, তপ্ত মরূ-স্থলে।
সব গানের ব্যবচ্ছেদ করিয়া শব্দে শব্দে খুঁজিয়াছি তোমায়,
আর খুঁজিয়াছি প্রতিদিনের সন্ধ্যায় বাতাসে ভেসে আসা আজানে,
আমার সমস্ত অদেখার ভিড়েই দেখেছি তোমারে,
শুধু এই দুটি চোখ তোমারে দেখে নি কতকাল!


আমি দেখেছি মানুষের ভীড়, মানুষের চোখ আর হাসি,
তাহার গভীরেও আমি খুঁজিয়াছি তোমারে,
না! পাইনি কোথায়, সে তুমি গিয়াছো হারায়ে।
না পাওয়াতেই খুব বেশী পাইয়াছি, যে তুমি ছিলে মোর সমস্ত জুড়ে।