এই বাদলা দিনে
বেলা ফুরোয় তুমি বিনে;
এই নিবিড় বরষায়—
মন তোমায় খুঁজে বেড়ায়।
গগনে বহে হিম বাতাস
জানান দেয় তব আভাস—
নীলাম্বর ছেয়ে শুভ্র মেঘে
আপন নীড় ফেরে সবেগে।
বৃষ্টি নামে সকাল-বিকাল
বিজলি করে তাল-বেতাল,
রংধনু জুড়ে রঙ-বেরঙের মালা
পরাব তোমায়, করো না হেলা।