আজ সকাল থেকেই আকাশটা থমথমে
নড়ছে না একটি গাছের পাতাও
মনে পরছে , তোমার মুখখানি ।
মনখারাপ হলেই তুমি চলে যেতে ছাদে
একদৃষ্টে তাকিয়ে থাকতে দূর আকাশপানে ,
মাঠের ধারে যে কৃষ্ণচূড়াটি -
মনে পড়ে , কত দুপুর কেটেছে তার শীতল ছায়ায়
ফুলে ফুলে যখন সাজত সে
তখন কত বিকেল কাটিয়েছি সেখানে খেলে ।
বাগানে যে পুকুরটি সান বাঁধানো
কত গল্প কত গান করেছি সেখানে বসে ,
আজ তুমি নেই.........
তবুও রয়ে গেছ সবখানে ।
বাদলা দিনে আজও মনে পড়ে
মেঘলা দুপুরে জানালার ধারে বসে তুমি গান গাইতে ,
আর আমি চুপ করে বসে থাকতাম পাশে ।
আজ তুমি নেই.........
যদি থাকতে , দেখতে তোমার লাগান সেই কৃষ্ণচূড়াটা
আজ অনেক বড় হয়েছে
ফুলও হয়েছে তাতে ।
গাছতা লাগাতে লাগাতে তুমি বলেছিলে -
অতা আমাদের ভালোবাসার প্রতীক
যত বড় হবে গাছটা , ততই বাড়বে আমাদের ভালোবাসা ।
এখন মন খারাপ হলেই চলে যাই গাছটার কাছে
ছায়া দেওয়ার পক্ষে অতা নিতান্তই ছত
তবুও বসি তার নিচে ।
ভাললাগে , মনে হয় তুমি আমার পাশেই আছ
তুমি যে আজ আর নেই - সেটা ভুলে যাই
খুব ভালো লাগে
তুমি আছ আমার সমস্ত মন জুড়ে
এই পৃথিবীর বুকে অদৃশ্য ভাবে হলেও
তুমি আছ ।