রাতের কলকাতা বড় সুন্দর
অপূর্ব মায়া সৃষ্টি করে সে ।
চারিদিকে আলোর রোশনাই আর
গঙ্গার পাড়ের স্নিগ্ধ শীতল বাতাস -
শরীর ও মন দুটিকেই বশ করতে জানে।
আর , বশ করতে পারে
তোমার বাঁশির সুর ।
অদ্ভুত একটা ক্ষমতা আছে ঐ সুরে ,
যতবার শুনি ততবার নতুন করে প্রেমে পরি তোমার
প্রতিবার যেন তুমি মায়াবন্ধনে
চেপে ধর আমায় ।