আমাকে সাথে নিয়ে চিরকাল থাকতে পারবে না?
কোনোভাবে সামলে নিয়ে চলতে পারবে না?
চিরকাল লজ্জিত থাকবে বলে কথা আছে?


আমাকে নিয়ে হাঁটতে পারবে না ঐ মেঠোপথে?
কোনোভাবে সামলে নিয়ে সামনে এগুতে পারবে না?
চিরকাল সংশয়ে ডুবে থাকবে বলে কথা আছে?


আমাকে নিয়ে রচিতে পারবে না কোনো মাধবী লগন?
কোনোভাবে সামলে নিয়ে দুঃখরাশি ভুলতে পারবে না?
চিরকাল বিমর্ষ থাকবে বলে কথা আছে?


আমার সঙ্গে গাইতে পারবে না কোনো গান?
কোনোভাবে সামলে নিয়ে পারবে না বাগেশ্রী ধরতে?
চিরকাল তন্দ্রাচ্ছন্ন থাকবে বলে কথা আছে?


আমাকে নিয়ে বাইতে পারবে না তরণীখানি?
কোনোভাবে সামলে নিয়ে পারবে না উড়াতে পাল?
চিরকাল নিরাশায় থাকবে বলে কথা আছে?


আমাকে নিয়ে ভিজতে পারবে না জোছনাস্নানে?
কোনোভাবে সামলে নিয়ে পারবে না ছড়াতে বকুলগন্ধ?
চিরকাল মুকুল হয়ে থাকবে বলে কথা আছে?


আমাকে সাথে নিয়ে জয় করতে পারবে না সৌন্দর্য?
কোনোভাবে সামলে নিয়ে পারবে না ঐশ্বর্য ঢালতে?
চিরকাল বিদগ্ধ রজনী জেগে থাকবে বলে কথা আছে?


পারবে, তুমি পারবে, সবিই পারতে তুমিই হবে দক্ষ।
রক্তচক্ষু বিলীন হয়েছে রণক্ষেত্রে যেমন করে,
তেমনি তোমার সমস্ত ভার যাবো বহন করে,
নিশ্চিন্তে সমূলে ধ্বংস করতে পারবে তোমার বিষবৃক্ষ।