কিছুতেই ভুলতে পারি না ঐ রাঙিয়ে যাওয়া ক্ষণ।
কি জানি কো্ন ঠিকানার সন্ধানে ছুটে গেলে দুরে,
পদচিহ্নে রঞ্জিত চিত্ত সর্বদা করে তোমার কীর্তন।।


তুমি জান না,আমার কাছে তোমার প্রেম সদা সুরক্ষিত।
দুরে গেছো বলে ভেবো না ভুলে গেছি ঐ চোখ,
যে চোখের চাহনীতে করেছিলে দান অমর প্রেমামৃত।।


কিছুতেই ফেলতে পারি না তোমার সেই পরানো মালা।
কি জানি কো্ন রথের সারথি ডেকে নিলো আদরে,
সযতনে শিখালো তোমায় ভুলিতে নেই কোনো জ্বালা।।


তুমি জান না,তোমার রেখে যাওয়া স্মৃতি কত মূল্যবান।
পথহীন বলে ভেবো না পথিকের প্রাণে নেই সুখ,
কষ্টে অর্জিত সুখ অবিনশ্বর,জেনো তা আত্মার সমান।।


কিছুতেই পাই না খুঁজে প্রেমঋন দায় শুধিবার স্থান।
কি জানি কো্ন জনমের ভাগ্যে দিয়েছিলে দরশন,
তুমি জান না,এ জগতে নেই কিছু বড় প্রেমের সমান।।


যাঁরা করেছিল প্রেম তাঁরা নিজ গুনে অবিস্মরণীয়।
কে কাকে ডেকেছিল সে কথা পথ ভুলে যেতে পারে,
পথিক ভুলিলে ক্লান্তিতে নিশ্চিত মৃত্যু জানিও।।