সখী মুখোমুখি বসে গান ধর এক সুরে।
এ ক্ষণ আলিঙ্গনের, এ লগন চিত্ত দানের,
মিলনের মায়া বরণীয় হতে মরিয়া এ সংসারে।।


লজ্জিত ঠোঁটের কাঁপন থামাতে উপবাসে যামিনী,
মোহনীয় ফুল গন্ধ ছিটিয়ে জাগায়িছে রাগ রাগিণী।
প্রদীপ জ্বালিয়ে প্রস্তুত চাঁদ প্রেম বরনের তরে।।


চকিত চাহনি শত জনমের ইশারা দিয়ে যায়,
সুখের ঠিকানা খোঁজার সময় এই বুঝি শেষ হয়।


রাত ভেবে ঘন কালো কেশে ঝিলমিল করে তারা,
দু'পায়ের নুপুর ঝংকার তুলে করিছে আত্মহারা।
সাধনার ধন হারালে জেনো হারাবে চিরতরে।।