জাগাতে ভয় লাগে তোমার মোহনীয় ঘুমন্ত হিয়াখানি।
শেষের গানের রাগে ভেঙে যাবে পাছে আগন্তুকের প্রাণ,
লজ্জিত হয়ে নিঃশব্দে কাঁদুক না হয় আবাহনের ধ্বনি।।


কতজনের কতকিছুইতো সুপ্ত রয়ে গেল যুগ যুগ ধরে।
কার ক্ষতি কে করলো- এ প্রশ্ন বড় অবান্তর আজ,
আহার না পেয়েও হাজারো পাখি সন্ধ্যায় ফিরে নীড়ে ।।


কোন এক জনমের কোন এক ক্ষণে ঘটেছিল ঘটনা।
প্রেমরস আস্বাদনের তরে গিয়েছিল বিনোদিনী রায়,
এখনো পর্যন্ত সে দোষের কলঙ্ক তার পিছু ছাড়লো না।।


গভীর সমুদ্রে কত মুক্তা ছড়িয়ে আছে তার হিসেব নেই।
মহামূল্যবান যাহা কিছু লুকায়িত থাকাটাই তার শোভা,
সহজে ধরা দিলে তার উৎকৃষ্টতা হয়তোবা হারাবেই।।


অবহেলিত উন্মাদনায় ভাবরসের অনুপস্থিতি লক্ষণীয়।
যার হৃদয় সর্বদা আত্মনিবেদিত বেদনাতেই তার সুখ,
মৌমাছির বিষ উপেক্ষা করে মধু আহরন প্রশংসনীয়।।


একটি মিনতি শুধু তোমার কাছে আজীবন করে যায়।
শিখিয়ে দাও সাধনার কো্ন পথে তোমার প্রেম মিলে,
নিঃস্ব হয়েও তোমাতে যুক্ত হতে আমার আপত্তি নাই।।