একটি মুহুর্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে হঠাৎ
কি যেন খোঁজে মন কেন্দ্রীভূত হয়ে।
তোমার আগমনের ক্ষণ বলেই হয়তো
এহেন দূর্লভ গোপন চঞ্চলতায় রত-
এ লগন ধন্য, মুগ্ধতার সর্বস্ব কেড়ে নিয়ে।।


অবনত মস্তকে দাঁড়িয়ে ঊর্ধ্বে গমন দুষ্কর
হয়তো ভুলেছি তুমি ঈশ্বরের যত্নে গড়া সৃষ্টি।
ষড়রিপুর প্রচন্ড আকর্ষণে ধরনীতে জানি
নিত্য পরাজিত আপন ঘরের ছানি-
এটুকু বুঝেছি, তুমি দগ্ধতায় এক পশলা বৃষ্টি।।


জন্ম হয়েছিল তোমার হয়তো বহুবার
উদযাপনের হিড়িক ছিল হয়তো বহুকাল।
নিত্য নতুন আলোতে আলোকিত যে'জন
সর্বদা প্রফুল্লচিত্তে হয় তার আগমন-
রাগেতে ভৈরবী তুমি, তালেতে ত্রিতাল।।


কি কারণে এসেছিলে হয়তো জানি না
তবুও রক্ষা করতে ভুলো না হিয়া।
জমা দিয়ে তোমার মন- প্রাণ
উদ্ধার করো ডুবন্ত পথিককে-
তোমার নজর কাড়া উদারতা দিয়া।।