যে রজনী অবসানে বুক ভেঙে যায়,
দিবসের কোলাহল অনেক ভাল-
কি কারনে ব্রত আজি যামিনীর সাধনায়।
জিজ্ঞাসা করিবে যখন 'চিনেছ আমারে'?
বলবে সে, 'এ কি বল সখী-
জনমে জনমে তুমিইতো বাঁধিলে আমারে'।
মধূৎসব এ মাতিয়া রাখিবে সে আঁখির বানে,
দিবসে আর মিলবে কি?
চাতুরী করিয়া খেলিছে সে আপন মনের টানে।
বারেবারে চাহিয়া তাঁকে যতবার জনম লইবে,
প্রতিবার নয়ন বারি ঝরিয়া শুকাবে।
মনমোহন মন হরনে সদা ব্যস্ত রয়,
শূন্যে যে নিত্য বসত করে-
সেইতো শূন্যতা দিবে,এটা নতুন কিছু নয়।
পার যদি মধুযামিনীর উৎকৃষ্ট ভশ্মরাশি-
সর্বঅংগে যুক্ত করে বেড়াও আপন আঙিনায়।
কান পাতিয়া শুনিও তখন,
মহাশূন্যের মহোৎসবে-
তোমার গুনকীর্তন চলছে সবর্দাই।