অবশেষে বিষাক্ত হলো আনন্দলোক আপন মহিমায়।
শৈশব হলো বিধ্বস্ত, যৌবন ভেঙে চুরমার,
প্রচন্ড অনিশ্চয়তায় বাধর্ক্য আজ দারুণ অসহায়।।


পরিজন ফেলে নিজে বাঁচার মিনতিপূর্ণ কি যে আকুতি।
দৌলতে ভরপুর থেকেও শুন্যতা যেন ভয়ানক দৃশ্যমান,
অন্তরিন্দ্রিয়ের এদিক ওদিক ব্যস্ততার কি দুর্বার গতি।


মনোমুগ্ধকর ভালোবাসার পরিসমাপ্তি হচ্ছে সহজেই।
নির্মম সময়ের ডাকে এ ধরনী সাড়া দিতে গিয়ে,
ধ্বংসযজ্ঞে মেতে উঠলো কিছু বুঝে ওঠার আগেই।।


তারপরও হাল ছাড়েনি যারা তারাই সম্মুখযোদ্ধা।
জাগ্রত মানবতার জয়গান থামবে না কোনদিন,
সার্থকতার পিছনে ছুটছে যারা তাদেরই জানায় শ্রদ্ধা।।