অকস্মাৎ দেখি ঐ সুপ্ত নীহারিকা সুদূর গগনে।
আরতিতে পূর্ণ সপ্তমীকে যুক্ত করে সদ্যজাত সে,
নিজে উদিত হয়ে সগর্বে চাঁদকে পাঠিয়েছে বিশ্রামে।


ফিরে যাওয়া ভালোলাগার পুনঃ জাগরন যেন হলো।
সকলি হারিয়ে নিঃশব্দে কাঁদতে থাকে ব্যাথাগুলো,
অজানা ঠিকানায় অনাঙ্ক্ষিতভাবে পাড়ি জমালো।।


ছন্নছাড়া বনপথ হঠাৎ শিউলি ফুলে ঢেকে হলো সাদা।
তুমি আসবে বলে হয়তোবা সেজেছে সে পথ,
নিয়ত গভীরে বসতি যার রাখতেই হবে তার মর্যাদা।।


অজস্র স্বপ্ন সংগে নিয়ে উন্মোচিত হলো শুদ্ধতার দ্বার।
চঞ্চল কল্পনাগুলোর বিচ্ছিন্ন ছুটোছুটির হলো অবসান,
রাঙানো পাথরে পিষ্ট হলো আজ উৎকন্ঠার পাহাড়।।


তোমার আগমন-এ যেন শত জনমের সাধনার ফল।
আলোর ঝলকানিতে বিষণ্ণ আর শৃঙ্খলাহীন অন্ধকার,
তোমার ভুবনভোলানো হাসিতে পূর্ণ হলো এ ধরণীতল।।