ভূমিষ্ঠ হয়ে উচ্চস্বরে কেঁদেছিলি,
এখনো দু'কানে ভাসে।
কি আনন্দে ভরেছিল বুক,
সে ক্ষণ পূর্ন হয়েছিল স্বর্গীয় সুখের উল্লাসে।।


মনে পড়ে অফিসে যাবার সময়-
তোর 'টা টা বাবা' অশ্রুময় দৃষ্টির ছলে।
কতবার যে খবর নিতিস দিনে-'কখন আসবে বাবা?',
সন্ধ্যায় বাড়ি ফিরতেই দৌড়ে জড়িয়ে ধরতিস-
সেই চিরচেনা বাবা-বাবা বলে।।


বাবা খাওয়াবে ভাত-
সে কি বায়না ছিল মাগো তোর।
দুষ্টুমিতে ভর করে শান্তিময় ছিল পথচলা,
আদর করা ঘুম পাড়ানি গানে-
মুখরিত ছিল শোবার ঘর।।


বাবা বকা দেওয়াটাই ছিল-
পৃথিবীতে তোর শ্রেষ্ঠ অসম্মান।
তোর বিদায় ক্ষণে নিজেকে সামলানো দায়,
চোখের জলে প্রানবন্ত হলো অতীত-
এ বিশ্বে সবচেয়ে কঠিন কন্যা সম্প্রদান।।