বর্বরতায় চাপা পড়ে দারুণ ভাবে মনুষ্যত্ব ভূলন্ঠিত।
পূর্নিমার আলোর মত ঝলমল করা হৃদয়ের অকালমৃত্যু,
অল্প জীবনকালে ষড়রিপু আজ ভয়ংকর সুসংগঠিত।।


দেহ ভোগের নষ্টামিতে উন্মত্ত অন্ধজনের প্রচন্ড হুংকার।
এমন পশুত্ব দেখে স্তম্ভিত মনোজগতের অধিপতি,
কি কারনে দেহে বসবাস জিজ্ঞাসা আরও একবার।।


অনেক স্বপ্ন নিয়ে পিতা মাতা ওদের জন্ম দিয়েছিল।
সে স্বপ্ন ভেঙে ফেলার কি চঞ্চল প্রতিযোগিতা ওদের,
বিপজ্জনক ছোটাছুটিতে নিজগৃহ অরক্ষিত হলো।।


ভুলে গেছে মানবজাতির ঐতিহাসিক ঐতিহ্যের কথা।
আদিম থেকে আধুনিকতায় আনতে কি পরিশ্রম হলো,
ধুলিসাৎ করছে তিলতিল গড়ে ওঠা যত সার্থকতা।।


কঠিন থেকে কঠিনতর শাস্তি আজ সময়ের প্রয়োজন।
একটুখানি সহানুভূতি ভয়াবহ জটিলতার জন্ম দিবে,
কুলাঙ্গার হিসেবে দিতে হবে ওদের পরিচয়পত্র দান।।