যত্র তত্র ছড়িয়ে ছিটিয়ে আছে অজস্র উন্মাদনা,
তুমিই জান কো্নটা নেবে আর কো্নটা নেবে না।
নিতে যদি ইচ্ছে হয় উৎকৃষ্টকর অনুভুতিগুলি,
সন্মুখ সমরে বলি দিতে হবে তোমার-
যতনে সাজানো পঞ্চভূতের ডালি।
দ্বিধা-দ্বন্দ্বের মালা গলে নিয়ে কতদুর আর যাবে,
বিশাক্ত সাগরে পতিত হয়ে-
শেষে নিজেকেই হারাবে।
সুস্পষ্ট বর্ণনাতীত পবিত্রময় উত্তেজনা
যদি পেয়ে যাও,
ঊর্ধ্বে গমনের মুহূর্তে আমাকেও সঙ্গে করে নাও।
তুমি তো আমারি অংশ ছিলে পুরো জীবনভর,
আমার আর্তনাদে তোমার কান্না-
জানি কোনোদিনও হবে না সম্ভবপর।
একসাথে থেকেছি বহুকাল রঙ্গিন হয়েছি অনেক,
উচ্চশিখরে যাবার পথে আমাকে না নিলে-
প্রশ্নবানে জর্জরিত হয়ে নিজেও হবে প্রশ্নবোধক।