জানা অজানার দোলাচলে কাটে জীবনের যত সময়।
কেউ খুব চেনা আবার কেউবা দারুণ অচেনা,
প্রেমে পূর্ণ কারো হিয়া কারো হিয়া আজীবন শুন্য রয়।


কেউ নন্দিত স্বীয় মহিমায় কেউবা ঘৃণিত বিশ্বচরাচরে।
কেউ স্বপ্নময় আবার কারো স্বপ্ন ভেঙে চুরমার,
কেউ যন্ত্রণায় কাতরাচ্ছে কারো বসবাস রত্নভান্ডারে।


কারো বুক ফাটা আর্তনাদে উত্তাল আকাশ বাতাস।
কারো উৎসবের রঙ নিত্য হানা দেয় মনে,
একিই ব্রহ্মান্ডে কারো পৌষমাস আবার কারো সর্বনাশ।


কারো নিশানা লক্ষ্যভেদী কারো নিশানা বিফলে যায়।
কেউ আলোতে ভরপুর আবার অন্ধকারে কেউ রয়,
কেউ কাউকে কিছু না বলেই নীরবে নিভৃতে হারায়।


ভুলেছি হয়তোবা যে যেখানে আছি স্থায়ী বসবাস নয়।
মোরা অল্প জীবনকালের ঘটনার স্বীকার মাত্র,
জীবনের জন্য জীবনের কান্না যুগে যুগে অমর হয়।