এত চিন্তা কিসের-ক্ষমা তো চিরকাল হাতের মুঠোয়।
রাগান্বিত লগ্ন বিধ্বস্ত করা তোমাকেই সাজে,
নিজের সাথে অন্যকেও দুশ্চিন্তামুক্ত কর স্বেচ্ছায়।।


অন্যের অপরাধ গোপনে পুষিলে যন্ত্রনায় কাতর হবে।
ইচ্ছে করলেই ক্ষমা করে দিতে পার সহজেই,
ক্ষুদ্র পরিসরের জীবনে ভাবনা অযথা যাতনা বাড়াবে।।


ক্ষমা সুন্দর দৃষ্টিতে থাকালে অমর হবেই হবে।
অপরাধী অপরাধ করতে করতে ক্লান্ত হউক,
ক্ষমার আগুনে জলে পুড়ে ছারখার সে হবেই হবে।


ক্ষমা করলেই শ্রদ্ধা পাবে অমরত্বের চাবি যা।
যেমন করে শ্রদ্ধাতে রাগ ভুলেছে জননী,
রক্তচক্ষু বিলীন হয়েছে ভৈরবের বক্ষে লেগে পা।


মন আছে বলেই ক্ষমা করছো সে যেন তা বোঝে।
একটি মনের সন্ধানে যেন তার জীবন নিঃশেষ হয়,
লজ্জিত হয়ে সে যেন তোমাকেই চিরকাল খোঁজে।।