অন্ধকারে মগ্ন হয়ে পদচিহ্ন খুঁজেছি তার
ফিরে গেছি শূন্য হাতে তাইতো বারংবার,
আজ পথের ধুলায় নিঃশব্দে কাঁদে প্রেম।


অভিমানে দগ্ধ হিয়া কাঁদিবে না কোনোদিন
জেনেশুনে অন্যকে কাঁদিয়েও বাড়াবে না ঋণ,
আজ দাউদাউ করে আগুনে পুড়ছে প্রেম।


অনাদরে ঝরা ফুল শুকিয়ে ধুলোয় মিশিবে
খসে পড়া তারা চিরতরে গগনের বিশালতা হারাবে,
আজ পথভ্রষ্ঠ হয়ে মৃত্যুপথযাত্রী প্রেম।


একাকীত্ব করিতে জয় নীরবতা সঙ্গে নিলো মন
'আমি নই কারো' এ কথা লাগে অনেক আপন,
আজ রক্তস্নানে ভিজে ছটফট করে প্রেম।


বিস্মৃতির অতল গভীরে কি যেন খুঁজে খুঁজে মরি
হাহাকারে জর্জরিত স্বপ্ন বাঁচে নিঃশ্বাসে ভর করি,
বুঝি অমরত্বের বেড়াজালে বন্দী হলো প্রেম।