অগ্রেতে বসিয়া গর্বে ভাব যদি পশ্চাদের কথা,
কিঞ্চিৎ মাত্রও বুঝিবে না তাদের মনের বারতা।
শুধুমাত্র করুনাতে কষ্টের মুক্তি কভু সম্ভব নয়,
নিজেকে নিম্নে বসালেই পাবে আসল পরিচয়।
বহুজনমের সাধনে হয়তোবা পেলে ঊর্ধ্বস্থান,
এ জগতে নিঃস্ব অনাহারী যারা-
তাদের জন্য ভাবিলে স্থায়ী হবে তোমার সেথা অধিষ্ঠান।
প্রবেশ করিবে যখন মহাসিন্ধুর ওপার ভুবনে,
পাশাপাশি দাঁড়াবে সেথা বিশ্বপিতার সদনে।
যতনে জিজ্ঞাসা করিবে তখন অনাহারী জনে,
এমন জীর্ণ দেহ নিয়ে হেথা আসলে কি কারনে।
আংগুল দেখাবে সেদিন তোমাকে উদ্দেশ্য করে,
ওদের অনেক ছিল তবু দেইনি খেতে মোরে।
নরকে নিয়ে জলন্ত চুলোয় ছুড়িয়া মারিবে,
দিবানিশি জলতে দেখে হয়তো নিঃশ্বজনও কাঁদিবে।
মানবতা দেখিয়ে সেদিন বলে যদি চিকন কালারে,
'ক্ষমা কর প্রভু অধমেরে...........'
মহাসিন্ধুর মহাকাশ ভারী হবে তোমার চিৎকারে।
সময় থাকিতে তাই মানবতার জয়গান গাও,
উত্কৃষ্ট ঘাটে যাতে সবর্দা বাঁধা থাকে তোমার নাও।