ভালো আছো বলেই তোমার সাথে সখ্যতা মৌনতার।
বুকের জমানো অজস্র কল্পনার অবসান,
এ যে তোমার জুড়ে দেয়া সুগভীর ব্যবধান,
নিঃস্ব হয়ে সংকটাপন্ন প্রাণে চলছে মৃত্যুর জয়জয়কার।


ভালো আছো বলেই তোমার সাথে সখ্যতা স্বাধীনতার।
যে অনুভূতির সাজানো বাণী পাঠায় তোমার কাছে,
পদদলিত হয়ে সে'সব কিছু যন্ত্রণায় কাতরাচ্ছে,
উদাত্ত আহবান ছিন্নভিন্ন হয়ে ফিরে আসে বারংবার।


ভালো আছো বলেই তোমার সাথে সখ্যতা অবহেলার।
এ আর এমন কি ফেলে যাওয়া সোনালী প্রহর,
অগ্রসরগামী পথিকের কাছে স্মৃতি অবান্তর,
অনবরত জ্বালানোর পণ নিয়ে জন্ম হয়েছিল তোমার।


ভালো আছো বলেই তোমার সাথে সখ্যতা দাম্ভিকতার।
মেঘ হয়ে ভাসছো মনে করে সুদূর গগনে,
চাতকের সময় যায় বৃথা বরষার সন্ধানে,
ভাবেনি সে তোমার ইচ্ছাতেই জন্ম হবে কঠিন শুষ্কতার।


ভালো আছো বলেই তোমার সাথে সখ্যতা জোছনার।
ঝলমল আলোর উঁকি ছেদন করে বুক,
চির নব রুপে নিত্য ধরা দেয় ঐ মুখ ,
ভালো আছি বলেই তোমার সাথে সুপ্ত সখ্যতা আমার।