অঝোরে কান্না আসে পড়িলে মনে,
চঞ্চল চাহনি তোমার।
কিছুতেই গেল না ধুয়ে মুছে সে লগন,
স্মৃতিময় স্বপন দুয়ার।।


লাজে লাল হতে দেখে গোলাপ কলি,
না ফুটিয়ে ঝরে যেত কত শতবার।
কম্পিত ঠোঁটে ভেসে যেতো যামিনী,
অভিমানে বুকে টেনে নিত সে প্রহর।
কি জানি কি ভেবে দিলে ব্যথার পাহাড়।।


প্রেম নদে ঢেউ দেখে জাগিল আশা,
ভাবরসে ভরা তরী বেয়ে হব পার।
দিবস রজনী যায় আপন গতি সঙ্গে লয়ে,
কোনদিকে জায়গা নেই নোঙর ফেলার।
কি জানি কি সুখে হলে অজেয় আমার।।