ও পায়ে বিঁধবে কাটা তুলে নে সখী গোলাপ ফুল।
বাগানের যত বকুল পাবি,তুলে এনে এ পথ সাজাবি,
পায়ে পড়ি সখী দোহাই লাগে তোর করিস না এ ভুল।।


কত জনমের  আরাধনা সখি জানিস না তো সে কথা,
আমি জানি আর প্রাণ জানে তার বিরহের কি ব্যাথা।
বিন্দুমাত্র ভুল হলে, ছলনার ফাঁদে জগৎ জ্বলে-
আরো হাজার জনম যাবে দিতে সে ভুলের মাশুল।।


আদরে সোহাগে না যদি ভরে সখী মনের মনিকোঠা,
তৃষিত জনের তৃষ্ণা মিটে না, হলেও মেঘের ঘনঘটা।


বুকের জমানো যত কথা আজি বলিতে মনের আশ,
রাঙাতে এ ক্ষণ জোছনাময় হয়ে ভরিল হৃদয় আকাশ।
যে পথ রচিবে, আকুল আবেগে, মধুর প্রেমকাহিনী-
সে পথের ধুলায়,গেলে যাবে যাক,সাধের জাত-কুল।।