ঘন কালো মেঘে লুকিয়েছে যে জন গভীর সঙ্গোপনে,
বৃষ্টিতে উন্মোচিত হবে হয়তো সে জন অতি সযতনে।


গোপনে সংকটের মুহূর্ত তার এই বুঝি হলো উপস্থিত,
দুর্দান্ত সব স্মৃতির জন্ম দেয়া সম্মুখগামী যে পথিক।


যার হৃদয়ে চোট লেগেছে সে তো সর্বদা দিশেহারা,
অগ্রসর হলেই পিষ্ট করা যায় না যে হয়েছে আত্মহারা।


প্রতিনিয়ত নজরবন্দী সে পথিক মুক্তির সুযোগ নেই,
রক্তাক্ত কোমল হৃদয়ের নিঃশ্বাসে পতন হবে সহজেই।


চারিদিকে বৈচিত্র্যময় সহযোগীতার পরও কষ্ট সীমাহীন,
ভুলে ভরা অতীতের শক্তিতে সে আজ নিত্য পরাধীন।


চঞ্চল বেগে ধাবিত হয়েও পশ্চাদের তাড়া খেয়ে মরে,
এ কেমন পথচলা তা একমাত্র চিত্রগুপ্ত বলতে পারে।


উন্মাদনায় মত্ত বলেই এহেন করুন পরিণতি বরন,
করেছে হয়তো নিজহাতে স্মৃতি বিজড়িত স্বপ্ন নিধন।


নিয়তির কাছে বন্দী হয়ে প্রেম কেঁদে ওঠে হঠাৎ হঠাৎ,
মনের হরষে প্রজাপতির মালায় হলো ব্যাথার সুত্রপাত।