নিত্য রসময় এ বিশ্ব মাঝে বিষন্নতা ভীষণ বেমানান।
প্রফুল্ল চিত্তে আলোকময় কর আমার আপন ভুবন,
তোমার অবিস্মরণীয় মুগ্ধতায় হউক শূন্যতার বলিদান।।


তোমার হাসিতে ফিরে যেন পাই মনের হারানো শক্তি।
এহেন দুষ্প্রাপ্য জনম বিফলে গেলে হবে সর্বনাশ,
তোমার করুনায় হউক আমার সাধনার পরিসমাপ্তি।।


ঘন কুয়াশায় বনপথে বিচরণ কেবলি ঠিকানাহীন।
রবি হয়ে দাও ছড়িয়ে কিরণ ক্ষমি যত অপরাধ,
ক্লান্ত পথিকের জীবনাবসানে জেনো কলঙ্ক সীমাহীন।।


শত জনমের না বলা যা কিছু প্রকাশিতে দাও মোরে।
প্রেমঋনে গড়া বিশাল পাথরে পিষ্ট তনু মন,
ঝরে পড়া কলি ও রাঙা ঠোঁটে জীবন্ত হতে পারে।।


চোখে চোখ রেখে দাও গো সুযোগ করিতে প্রেমস্নান।
যে যাকে চাই-তাকে ছাড়া বাঁচা দায়,
তোমার পরশে আমার মুক্তি,এ যে নিয়তির সমাধান।।