তুমি এত বিরামহীন কেন গো?
থমকে দাঁড়াব কার জন্য?
লজ্জায় অবনত মস্তকে যে ইশারা দেয়,তার জন্য?
ইশারার  উন্মত্ত অভিযানে আমি অভ্যস্ত নই গো।
ক্ষণিক নজরবন্দি হতে ও কি পার না?
কি হবে বন্দি হয়ে,
ঋণের বোঝা মাথায় নিয়ে কালের জন্ম অসম্ভব।