এভাবে মেরে রক্তাক্ত করে,
কি সুখে ভাসো বোঝার উপায় নাই।
অযথা ক্রোধের আগুনে পুড়ে,
প্রতিনিয়ত বিবেক হারিয়ে দানবেতে নিলে ঠাঁই।
পেটের দায়ে এসেছি তোমার কাছে,
অঢেল সম্পত্তির অংশীদারী হতে নয়।
তোমার প্রয়োজনে ডেকেছিলে আসতে,
নাইবা বললাম সে কথা আমায় ক্ষমা করে দাও।
অনেক জায়গায় বেড়াতে নিয়েছো,
অচেনাকে চিনেছি অনেক তোমার করুনার বলে।
ক্ষুধার্ত থেকে তোমার বাচ্চাদের সঙ্গ দিয়েছি,
ভুলেছি আমি, কষ্ট লাগে যখন তুমি থাকো ভুলে।
অনিদ্রা অনাহারে কত রাত গেল তবু,
বাচ্চাদের দিয়ে তোমার ঘুম কেড়ে নিতে দিই নি।
শত কষ্টে নিজেকে গোপনে জড়িয়ে রেখে,
তোমার মধুময় রাত বিফলে যেতেও দিই নি।
নিজের মা বাবা কোনদিন মারে নি এভাবে,
তবুও তোমার জন্য আমার মায়া হয়।
দানবতায় মুখরিত জীবন দেখে তোমার,
নরকও লজ্জায় অবনত রয়।