একীভূত হয়ে উদ্ধার করেছিলে দশটি বছর আগে।
অরণ্যে পাখীদের এলোমেলো ডাকাডাকির অবসান,
শ্রীমতির পদধ্বনিতে মূখরিত বনপথ যেন বসন্ত রাগে।।


দারুণ অভিমান বুকে নিয়ে সেদিন শুনালে অমৃতবাণী।
চিরচেনা হাহাকারে বিভীষিকাময় অন্তর ছিল সদা,
তোমার পরশে রচিত হয়েছিল অপূর্ব জীবনকাহিনী।।


নিজরুপ লুকিয়ে যে প্রেমে রেখেছিল সখীর মান।
সে প্রেমে বাঁধিলে মোরে অতি যতন করে,
ঋণে ভরা সুখগুলো প্রতিদান খুঁজে খুঁজে হয়রান।।


কি মনে করে যুক্ত হয়েছিলে একমাত্র বিধাতা জানে।
আমাকে সংগ দিতে যেন তোমার আবির্ভাব,
দানেতে সমৃদ্ধ থেকে নিজে,গ্রহীতা সাজালে সযতনে।।


তুৃমি দূর্জয়, তুমি দুর্দান্ত, তুমি চিরভাস্বর,তুমি চিরন্তন।
সারাক্ষণ পাশে থেকে সর্বদা পরম আশ্রয় দিও,
আমি তোমার জয়গানে সদা মুখরিত রাখব ত্রিভুবন।।