মাগো, অসি দিয়ে ধ্বংস কর্ তোর সন্তানের যত দোষ।
কিছু দোষ হলো ভাবের ভুলে,
কিছু দোষ হলো স্বভাব বলে,
কিছু দোষ আবার পেলাম মাগো ষড় রিপু করিতে বশ।।


সাধন শিখা নিয়ে কোলে, বাঁচতে শিখা মন্ত্রবলে,
মাগো, নজর কাড়ার কায়দা শিখা সুকৌশলে-
ত্রিভুবনে ছড়িয়ে কিরণ বাড়ে যেন মোদের নাম যশ।।


বাঁধিতে শিখা আপনজনে, ভুলিতে শিখা দুষ্টজনে,
মাগো, কাঁদিতে শিখা দ্বীনহীনের স্বপ্ন ভাঙ্গনে-
অন্তিমে হাসিতে শিখা, পাই যেন খুঁজে অমৃত রস।।