প্রতিটি শিশুর জন্ম লগ্ন নিঃসন্দেহে কাঙ্ক্ষিত শুভক্ষণ।
তাদের হাতে সজ্জিত হতে প্রস্তুত এ মায়ার ভুবন,
একটি শিশু সর্বদা একটি অস্তিত্বের জলন্ত উদাহরণ।।


হতে পারে জন্ম কোনো দীনহীনের ছোট্ট জীর্ণ কুঠিরে।
অথবা বৈভবের আধিপত্যের যেখানে সমারোহ,
তারা আসীন হতে পারে উৎকৃষ্টতার সর্বোচ্চ শিখরে।।


কেউ জানে না কি লুকানো কো্ন শিশুর অভ্যন্তরে।
আর কিছু না হউক ভবিষ্যৎ তো তাদেরই হাতে,
পূর্ণ হোক তাদের জীবন স্নেহ-ভালোবাসা ও আদরে।।


তাদের স্পষ্ট অধিকার আছে সুন্দর ভাবে বড় হওয়ার।
কোনো অবহেলা আমলে না নেয়ার অধিকার ও আছে,
কারণ বহু সাধনায় পেল মানব জনমে প্রবেশাধিকার।।


অন্যের আর নিজের- এই দ্বিধা শিশুর মধ্যে বেমানান।
অবুঝ বলেই চির সবুজতা দৃশ্যমান শিশুর ভিতরে,
নির্যাতিত হলে যে সংকট জন্মাবে-তার নেই সমাধান।।


শিশুর জন্য খোলো দুয়ার, শিশুর জন্য ভুলো বেদনা।
শিশুর জন্য নিশ্চিত রাখো নিশ্চিদ্র নিরাপত্তা সর্বদা,
একদিন সকলে ছিলাম শিশু-একথা কভু ভুলো না।।