বসন্তের জলন্ত আগুনে দগ্ধ হিয়া বাঁধন মানে না কারো।
কারো ভরা কলস খালি করে জল আনার মিছে ছলনা,
কারো মাছ ধরার নামে অযথা কাল ক্ষেপণের বায়না,
কেউবা কবরে কেঁদে বলে-মৃত্যু বাড়ালো প্রেম আরও।


প্রেম যার জ্বালা তার অভিযুক্ত কেউ নয় বিশ্বচরাচরে।
কার সন্ধানে কার জীবন বহমান তারাই কেবল জানে,
মিলনের আশায় প্রাণের ক্রন্দন নিয়ে যায় শুধু পিছনে,
এমনি দুষ্প্রাপ্য ভাবগাম্ভীর্যের অবস্থান তাদের অন্তরে।


সজীব স্বপ্নের চমকপ্রদ শক্তি তাদের উৎসবমুখর রাখে।
গুনকীর্তনের সুস্পষ্ট ধ্বনিতে অমৃতময় হয় চারিপাশ,
তাদের মনোজগতের বিশালতায় লজ্জিত নীলাকাশ,
মোহনীয় মুহুর্তে সাজিয়ে রাখে তাদের স্বীয় জগতটাকে।


নিঃশব্দ পদচারণায় সৃষ্টি করে তারা অপূর্ব কাহিনী।
যুগে যুগে অমর হয় তাদের অবিস্মরণীয় জীবনগাঁথা,
তাদের সুখ-দুঃখের অংশ হতে পৃথিবীর যত তৎপরতা,
চাইলেই ভোলা যায় না শিরি-লাইলী-রায়-রজকিনী।