রক্তক্ষয়ী সংঘর্ষে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আজ প্রেম।
চিরযৌবনের সঞ্জীবনী মন্ত্র ভুলে সে আজ পথভ্রষ্ট এক-
পথিকের বেশে আপন উৎকষর্তা খুঁজে খুঁজে হয়রান।।


উৎপত্তি হয়েই অমরত্ব হওয়া একদা নেশা ছিল যার।
স্বকীয়তা হারিয়ে দানবীয়তা সঙ্গী করে-
নগ্ন তীরে বিদ্ধ হয়ে আহত পাখীর মত যন্ত্রণায় কাতর।।


ক্ষমা কর,ভুলেছি তোমাকে অভিবাদনের সঠিক নিয়ম।
এই সুযোগে মনের কোণে আসা যাওয়া করে-
দ্বিধা-দ্বন্দ্বে পূর্ণ রাখ অমৃত খোঁজার সাধন ভজন।।


তোমার অভাবে বিশৃঙ্খলায় পরিপূর্ণ এই বিশ্বধাম।
মোদের স্বর্গপথের আভাস দিয়ে মুক্তি দাও-
মোরা ভুলি নাই তুমি সাধনার পরশ রতন।।


হে চির সুন্দর, তুমি জেগে ওঠো প্রাণের স্পন্দনে।
বড় সাধ জাগে তোমাতে হারাতে সকল কিছু-
মহাসুখের উৎসবে মেতে নিয়ে যাও রঙিন ভুবনে।।