অনুসন্ধানের ধুম লেগেছে নিরাপদ দুরত্ব বজায় রেখে।
এদিক ওদিক ছোটাছুটিতে ভয়ানকভাবে বিবস্ত্র ধরণী,
চলিতে বারংবার পথ হারায় লুন্ঠনের ধুৃ্ম্রজাল দেখে।।


কিসে সন্তুষ্ট হয় কো্ন রিপু দ্বিধাযুক্ত মন নিয়ে পথচলা।
আবার ঘনঘন একিই রিপুর উস্ফলনও লক্ষ্য করা যায়,
দানবতা-মানবতা মুখোমুখি হয়ে বাধিয়েছে ঝামেলা।।


ভুলের উপর দাঁড়িয়ে নিখুঁত চেষ্টা চলছে ভালো থাকার।
কেউ কাউকে বুঝতে না পেরে নিজহারা মনের অজান্তে,
রজনীর অবসানে নিশ্চিত সূর্য উঠবে ভরসা নেই তার।।


এ এক অন্ধকারময় জীবন প্রতিনিয়ত মৃত্যুর সম্মুখীন।
আলোকিত মনের ছোঁয়া অতিসত্তর হলো প্রয়োজন,
দর্শনে হালকা হয়ে শিখব জীবন কোথায় যন্ত্রণাহীন।।


নিয়ন্ত্রিত সংগ্রামে রক্তক্ষরণ হলেও শৃঙ্খলা রক্ষা হবে।
এক জনমের শুদ্ধতার রেশ হয়তো প্রতি জনমে পাব,
পাণ্ডিত্যকে সঙ্গ নিয়ে আমাদের আবার জাগতে হবে।।