এ কো্ন নিঃশব্দ পদচারণা কে জানে,
ভুলিতে গেলেই কেবল ক্লান্তি নামে।
কবেকার ঝরে পড়া নক্ষত্ররাশি আবার ঊর্ধ্ব গগনে,
ধরা পরে বারবার গোপন চাহনির ক্ষনিক লগনে।
সপ্ত স্বর্গ ভেদ করে থাকে যদি উত্তম কোনো স্থান,
আমাকে সঙ্গী করতেই যেন তাঁর নীরব অভিযান।
মনে নেই কো্ন জনমে চুক্তিবদ্ধ হয়েছে সে'জন,
আমাকেই যতনে রাঙাতে তাঁর যত আয়োজন।
দূর্লভ মানব জীবন সদা সম্মুখে অগ্রসরগামী,
অজস্র বেদনাতেও মুখরিত জীবন শুনে পদধ্বনি।
দিবস রজনী যে আমাকে আদর দিয়ে যায়,
অবনত মস্তক ছাড়া,এ ঋণ শুধিবার সাধ্য নাই।।