যাবেই যদি ফেলে, চলে যাও চলে যাও,
পিছু ফিরে কেন চাও।
কি কারণে চোখে জল,করেগো টলমল,
পার যদি বলে যাও।।।


বুকের জমানো কথা থাকে যদি বেশিদিন,
সহিতে না পারে ওগো প্রাণ।
দিবস রজনী যাবে,ভাব নদী উছলিবে,
হবে না তাতে তব স্নান।।
যত পার প্রেমবাণী শুধাইয়ে যাও।।।


যতনে পুষিলে জ্বালা দ্বিগুন বাড়ে-
মনের কোণে যদি অভিমান খুঁজে পায়,
সে জ্বালা ফুরাবে না আর-
চিরজীবন থাকে আঁকড়ে ধরে।।


অনেক সাধনে জেনো মিলে এ লগন,
বৃথা যেতে দিও না তারে।
তুমি নয় রঙে ভরা,আমি তো সকলি হারা,
কিছু রঙ ঢেলে দাও মোরে।।
তনু-মন রাঙাইয়ে পূজনীয় হয়ে যাও।।।