ভাবতেই শরীর শিউরে ওঠে এই সুন্দর মায়ার ভুবনে,
কি নিদারুণ কষ্ট তাঁর চলতে-ফিরতে সেই শুধু জানে।
একজন ধীরে ধীরে বড় হচ্ছে আর একজনের উদরে,
রেখেই চলেছে অনবরত যত্নে আর স্নেহমাখা আদরে।


একটুখানি আঘাত পাবে বলে সাবধানতার শেষ নেই,
নেই শান্তি বসে,নেই শান্তি হেটে,ঘুমেও শান্তি নেই।
নিজের লাগলে লাগুক তাতে কোনো অসুবিধে নেই,
তবুও অভ্যন্তরের জনকে শান্তিতে রাখার বিকল্প নেই।


শত বেদনা দুর্বল হয়ে নষ্ট হয় যখন দেখা মিলে তার,
যেন স্বর্গে গমন করলো দিয়ে সাত সমুদ্র তের নদী পাড়।
এমন সুখের মুহূর্ত বুঝি এ ধরাধামে বিরল ঘটনা,
মায়ের কষ্টের সাথে নেই অন্য কোনো কষ্টের তুলনা।


ধীরে ধীরে বয়সের ভারে মায়ের যখন দেহ অচল হয়,
মা তখন সন্তানসম হয়ে ছেলেমেয়ের কাছে উদিত হয়।
অনেক আবদার হতে পারে একেবারে প্রাসঙ্গিক নয়,
একদা জীবন ছিল তাঁর হাতেই-তা কিন্তু ভুলিবার নয়।