যে ভাষায় কথা বলো কিছুই বুঝি না,
এর চেয়ে ঢের ভালো ও চোখের আঙিনা।
যেখানে প্রেম তার চিরায়ত রুপে বহমান,
সুখের সান্নিধ্যে আসার সদা আহবান।
চিরবসন্ত মুখী বায়ু সেথা সদা ধাবমান,
অন্তরের অন্তস্তলে হয়েছে যার উদ্ভাবন।
শত বরষার জল সেথা সবর্দা চিন্তিত,
এক ফোঁটা অশ্রুতে তারা লজ্জায় অবনত।
চিরচেনা হয়ে পাশে করগো শপথ,
মুক্ত যেন থাকে তোমার জয়ধ্বনির পথ।