তোমার শুদ্ধ প্রেমের অমৃতসুধা পান,
এ যেন সহস্র বৎসর ধরে জমে থাকা-
অভিমানের নীরব অবসান।
সম্মুখে দাড়িয়ে তোমার-
নিত্য পরাজয় মানি,
গোপন পদচারণায় মুখরিত-
আজি হৃদয় আঙিনাখানি।
সভ্যতার এ কোন্ জগতে-
আমাকে জানালে আহ্বান,
চিরনব সাজে সজ্জিত হয়ে-
ধরনী মারিছে বান।
প্রেমরসে পরিপূর্ণ তী্রে-
বিদ্ধ যে তনু-মন,
সহস্র দুঃখরাশি লজ্জিত মুখে-
অবনত সারাক্ষণ।
যে'জন পায়নি শুভ্র নির্মল-
আর নিষ্পাপ অন্তর,
সময়ের নিস্তেজ লগনে দিশেহারা হয়ে-
সবর্দা মত্ত সে'জন-
বালুচরে বাঁধতে খেলাঘর।
বুঝেছি তুমি সময়ের কণ্ঠ-
আর সয়ম্বরের রানী,
মনের গহীনে বসত করে-
চিরকাল মোর আরাধ্য হয়ে শোনায়ো প্রেমবাণী।