তুমি শৃঙ্খলতার আহ্বান,
তুমি দাসত্বের অবসান,
ক্ষুধা নিবারনে ব্যস্ত হৃদয়ে,
তুমি আহারের সন্ধান।
যে অনুরাগ ঢেলে দিলে তুমি
অতীব সঙ্গোপনে,
সে রঙে হিয়া অভিসারগামী
দারুণ অভিমানে।
তোমার প্রেমে মুক্ত হল
মোর বন্দি ত্রিনয়ন,
পলক ফেলিতে ভয় লাগে
পাছে হারায় এ জীবন।
তুমি জানো না প্রিয়,
তুমি ছাড়া সবিই যেন গত,
কাঁদালে কাঁদিতে হয় অবিরত।।।