বিষাক্ত ছোবলে ছারখার হয়ে চলছে গভীর রক্তপাত।
ভয়ংকর সর্প সাথে নিয়ে পথচলা চলছে সর্বদায়,
নিত্য খোলস পরিবর্তন করে নব নব বিষের সূত্রপাত।


শিখেছে শুধু গিলতে ঐ সাপ যা কিছু উন্মুক্ত সম্মুখে।
নান্দনিক মহামূল্যবান যা কিছু লুকানোর উপায় নাই,
ধ্বংসযজ্ঞে মেতে উঠতে প্রস্তুত রেখেছে নিজেকে।


নিদারুণ অন্ধকারাচ্ছন্ন গুহায় বেঁচে থাকা ভীষণ দায়।
বাহির হলেই নিষ্ঠুর দংশনে জীবনের পরিসমাপ্তি,
এ বুঝি পরলাম 'শ্যাম রাখি না কুল রাখি' অবস্থায়।


কত ঋষি ঘায়েল হলো সে বিষে তার হিসাব নাই।
গভীর সংকটে পতিত হয়ে মাঝ সমুদ্রে ভাসি,
কুলে উঠার প্রবল ইচ্ছে জাগে, সাঁতার জানা নাই।


যাঁরা জানে ঐ সাপ বশের মন্ত্র তাঁদের আজ প্রয়োজন।
জ্ঞানমুলে ধরছে তাঁরা অজস্র সর্প অহরহ,
তাঁরাই পারে বাঁচাতে আপন ঘরের ঐতিহাসিক নির্দশন।