রণাঙ্গনে শত্রুর প্রশংসা করে রচিলে পরাজয়ের গান।
অভিমানে বিদ্ধ তীরের আঘাতে জর্জরিত হয়ে,  
নিজের অজান্তেই পেলে ফেলে আসা বিষের সন্ধান।।


যত্নে গড়া ঘর ফুলে ফেঁপে উঠছে প্রচন্ড উত্তাপে।
মিলে মিশে একাকার হয়ে ঊর্ধ্বমুখী অপ্রেম ভাব,
অন্যকে আক্রমন করতে হৃদয় তৎপর দোর্দণ্ড প্রতাপে।।


চোখের সামনেই খালি হাতে সুসংগঠিত ওরা ছয়জন।
বিচিত্র দৃশ্যের অবতারণা করে হাসছে তারা,
বিচ্ছিন্ন ছোটাছুটিতে আজ ধ্বংসস্তুপে পরিণত মন।।


কায়দা করে ফায়দা লুটতে ব্যস্ত ওরা আপন আঙ্গিকে।
ওলিতে গলিতে ওঁত পেতে বসে আছে দংশনের আশে,
নিজেরা প্রস্ফুটিত হয়ে দুর্গন্ধময় করছে মানবতাকে।।


অযত্নে অবহেলায় বিষাক্ত হয়ে উঠছে আনন্দলোক।
শুদ্ধতার অধিপতি আজ নিঃসঙ্গ জীবন যাপনে অভ্যস্ত,
নীরবে মনুষ্যত্ব চুষে ষড়রিপু আজ এক ভয়ংকর জোঁক।