এ কেমন পরিচয় কে জানে।
চিরচেনা পথ অচেনা হয় বারবার,
অনাকাঙ্ক্ষিত আঘাতে হৃদয় ভেঙে চুরমার,
তবু মুখরিত অন্তর তোমার স্মৃতির জন্মদানে।।


এ কেমন কাছে আসা কে জানে।
লাজুক চাহনি মনে হলো প্রেমের নীরব বাণী,
কল্পিত জোছনার ক্রন্দনে আজ ভাসছে রজনী,
তবু ফিরে যাওয়ার উৎসবে মেতে উঠলে অকারণে।।


এ কেমন ভালোবাসা কে জানে।
বুকের জমানো কথা প্রকাশিলাম তব তরে,
নিঃস্ব হয়ে মন-প্রাণ গুমরে কেঁদে মরে,
তবু অসংখ্য তারার ঝলকানি তোমার হৃদয় গগনে।।


এ কেমন অভিমান কে জানে।
নিরবিচ্ছিন্ন নিস্তব্ধতায় দিবা-নিশির পথচলা,
প্রচন্ড বাতাসে দোদুল্যমান জীবন ভেলা,
তবু যুক্ত হতে চাই না জয়-পরাজয় নির্ধারণে।।


এ কেমন মরে যাওয়া কে জানে।
সকলি গেলো তবু ভাবনার বিরাম নাই,
কি জানি রইলো কোন জনমের অপেক্ষায়,
মন পড়ে থাকলো মিলনের সাধনার সন্ধানে।।