নিচ্ছিদ্র নিরাপত্তা উপেক্ষা করে অসহায় আত্মসমর্পণ।
ভাবনায় পূর্ণ করলো কিংবদন্তী গল্পের সূচনা,
ছাড়তে পারেনি বলেই এহেন করুন পরিণতি বরণ।।


ক্রোধের আগুনে জলে পুড়ে ছারখার মনুষ্যত্ব।
বিকাশের বদলে সীমিত হচ্ছে প্রেম,
বারবার উদারতার পরাজয়ে মানবতা লুন্ঠিত।।


কপালের ঘাম পায়ে পরছে দেখছি দুচোখে।
তবুও পেটের দায়ে টানছে আমায় যে,
তাকে মুগ্ধ করার মত ভাষা নেই আমাদের মুখে।।


রৌদ্রে আর বৃষ্টিতে বিরামহীন পথচলায় যত প্রাপ্তি।
দু'এক পয়সা এদিক ওদিক হলেই প্রহার,
আমাদের অজান্তেই হচ্ছে তাদের পরিশ্রমের সমাপ্তি।


।এসো সবাই মিলে তাদের বলার সুযোগ করে দিই।


'তোমাদের মুগ্ধ করা ভালোবাসা অবসরের
ক্লান্তি কেড়ে নিতে সর্বদা প্রফুল্লচিত্তে প্রস্তুত জানি।
জীবনের সকল স্তর থেকে একাকীত্বের বিবর্ণতা পদদলিত হবে হয়তো সে পরশে,
তোমাদের প্রেমে নিত্য পরাজয় মানি।।'