পাঁচটি রঙিন কাগজ মোড়ানো একটি ছোট্ট উপহার, মনানন্দে পাঠিয়ে দেখি দিব্যি মনযোগহীন প্রেরক।
প্রাপকের আনন্দে বিন্দুমাত্র আগ্রহ দেখছি না তাঁর,
নিত্য নতুন মলাট নির্মাণে ভয়ানক ব্যস্ত সে জনক।


এ যেন পঞ্চ স্তরের নিরাপত্তা বেষ্টনী সদা পাহারায় রত,
অভ্যন্তরে মহামূল্যবান ধনরত্ন লুকানো অবস্থায় রয়।
প্রতিটি স্তর নিজস্বতায় সফলভাবে তৈরী করছে ক্ষত,
বারবার অজানা রয়ে যাচ্ছে সুপ্ত ধনের আসল পরিচয়।


প্রফুল্লচিত্তে পথভ্রষ্ট করার তুমুল প্রতিযোগিতা চলছেই,
রঙিন কাগজের অফুরন্ত যৌবনদীপ্ত শক্তি প্রদর্শন।
মলাট খুলতেই হেরে যাচ্ছি অথচ খুশী হচ্ছি সহজেই,
কোনভাবেই হচ্ছে না সর্বশেষ বিন্দুতে গমনের সাধন।


প্রেরকের ঠিকানা পেলে জিজ্ঞাসিতাম কি বা পাঠালে,
খুঁজতে খুঁজতে প্রাণ যায় আর এদিকে বেলা প্রায় শেষ।
দিলেই যদি উপহার এত শক্ত মলাটে কেন বাঁধিলে,
দুরাবস্থা লাগবের সমাধান দিয়ে পূজিত হও হৃষিকেশ।